আজকের যুগে কর্মক্ষেত্রে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আমাদের। এগুলো মোকাবেলা এখন আর শুধু নির্দিষ্ট একজন ব্যক্তি বা তার পদের উপর নির্ভর করে না। তাই নেতৃত্ব চর্চার ধারণাও এখন কেবল ব্যক্তি নির্ভর নয়- যে কেউ চাইলেই নেতৃত্ব চর্চা করতে পারেন। আর কর্মক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রয়োজন Adaptive Leadership এর চর্চা। আপনি কীভাবে আপনার পেশাগত জীবনে Adaptive Leadership চর্চা করতে পারেন, কেন আপনার সাফল্যের জন্য এই ধরনের নেতৃত্ব চর্চা প্রয়োজন, এবং কীভাবে আপনি Adaptive Leadership চর্চা করে এগিয়ে যেতে পারেন - এসবই এই কোর্সের আলোচনার বিষয়।