একটা কার্যকরী রেজুমে এবং কভার লেটার মাধ্যমে শর্টলিস্টেড হওয়ার পর আসে ইন্টারভিউয়ের অফার। আপনাকে ইন্টারভিউয়ে আপনার এমপ্লোয়ারকে বুঝাতে হবে যে আপনি একজন যোগ্য প্রার্থী। ইন্টারভিউতে এমপ্লোয়ার সাধারনত আপনার চারিত্রিক গঠন, পুর্ববর্তী অভিজ্ঞতা, দক্ষতা এবং কোম্পানি সম্পর্কে আপনার আগ্রহ বুঝার চেষ্টা করে।
বাংলাদেশের অনেক নামীদামী সংস্থার সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে ফারাহ চৌধুরী এই কোর্সে বেশ কয়েকটি সাধারণ সাক্ষাত্কার/ইন্টারভিউয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন। কোনও এমপ্লোয়ার কেন এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেন এবং সেগুলির উত্তর দেওয়ার উত্তম উপায় কী হতে পারে তা নিয়ে বিশ্লেষন করেছেন । এই কোর্সটি কমপ্লিট করার মাধ্যমে আপনি ইন্টারভিউয়ের সাধারন বা কমন প্রশ্নের সুন্দর করে গুছিয়ে উত্তর দেওয়া শিখতে পারবেন।