আপনি কি জানেন গুগল, উবার, নেটফ্লিক্স, গোল্ডম্যান স্যাক্স এর মত কোম্পানি গুলো Data Analysis এর জন্য কোন Programming Language ব্যবহার করে? অবাক করার মতো হলেও এই কোম্পানি গুলো নিজেদের জটিল ও বিগ বিজনেস Data Analysis করে Python এর মত User Friendly Language ব্যবহার করে । Python এর সাহায্যে অন্যান্য Programming Language থেকে অল্প লেখায় Coding করা যায় ও এটি Open Source বলে প্রয়োজনমত ব্যবহার করা যায়। বর্তমান বিশ্বে বিজনেস Data Analysis ব্যবহার করে নতুন কাস্টমার একুইজিশন করা, প্রোডাক্ট কিংবা সার্ভিস কে আর বেশি কাস্টমার ফ্রেন্ডলি করা এবং নতুন নতুন বিজনেস এর স্কোপ তৈরি করতে প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে Python এর মাধ্যমে ডেটা এনালাইসিস। BYLCx এর এই কোর্স আপনাকে শেখাবে সেই সমস্ত ফাংশন ও ফর্মুলা যার মাধম্যে আপনি খুব সহজেই Data Analysis শিখতে পারবেন ও ব্যবহার করতে পারবেন আপনার নিজের যেকোন ডেটা সোর্স এ। BYLCx এর এই কোর্স আপনাকে শেখাবে Python বহুল ব্যবহৃত দুইটি লাইব্রেরী Numpy ও Pandas এবং সেই সমস্ত ফাংশন ও ফর্মুলা যার মাধম্যে আপনি খুব সহজেই Data Analysis শিখতে পারবেন ও ব্যবহার করতে পারবেন আপনার নিজের যেকোন ডেটা সোর্স এ। তাই দেরী না করে আজই এনরোল করুন BYLCx এর Data Analysis with Python কোর্স এ।