All Courses
আজকের যুগে কর্মক্ষেত্রে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আমাদের। এগুলো মোকাবেলা এখন আর শুধু নির্দিষ্ট একজন ব্যক্তি বা তার পদের উপর নির্ভর করে না। তাই নেতৃত্ব চর্চার ধারণাও এখন কেবল ব্যক্তি নির্ভর নয়- যে কেউ চাইলেই নেতৃত্ব চর্চা করতে পারেন। আর কর্মক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রয়োজন Adaptive Leadership এর চর্চা। আপনি কীভাবে আপনার পেশাগত জীবনে Adaptive Leadership চর্চা করতে পারেন, কেন আপনার সাফল্যের জন্য এই ধরনের নেতৃত্ব চর্চা প্রয়োজন, এবং কীভাবে আপনি Adaptive Leadership চর্চা করে এগিয়ে যেতে পারেন - এসবই এই কোর্সের আলোচনার বিষয়।
আমরা আমাদের চারপাশে তাকালেই বুঝতে পারি, আমাদের নিজেদের এমন চাকরির জন্য প্রস্তুত করতে হচ্ছে যেই চাকরিটা এখনো তৈরিই হয়নি এবং এমন সমাধানের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে যে সমস্যাটাই এখনো তৈরিই হয়নি। তাই এই ফাস্ট চেঞ্জিং পৃথিবীতে টিকে থাকতে হলে, সফল হতে গেলে আমাদের এমন কিছু স্কিলের প্রয়োজন, যেগুলো সব ধরণের পরিবর্তনের সাথে আমাদের খাপ খাইয়ে আমাদের চলতে সাহায্য করবে। এই Skills to Succeed কোর্সে ,এসব স্কিল কিভাবে অর্জন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
নেটওয়ার্কিং সম্পর্কে আপনার ধারণা কি? এটি কি শুধুমাত্র এক্সট্রোভার্টদের জন্যই? আপনি কি মনে করেন নেটওয়ার্কিংয়ে ভালো হতে হলে আপনাকে ফেইক হতে হবে? এই কোর্সটি আপনার এই ধারণাগুলিকে চ্যালেঞ্জ করবে এবং আপনাকে শেখাবে যে কেউই একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে পারে।
ইফেক্টিভ টিমওয়ার্ক একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর মধ্যে একটি। বিশ্ববিদ্যালয়ে পড়ুন, অথবা পূর্ণকালীন চাকরি করুন, দলগতভাবে কাজ করার দক্ষতা আপনাকে থাকতেই হবে। তাহলে, ইফেক্টিভ টিমমেম্বার কে? ইফেক্টিভ টিমমেম্বার হতে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন? এই কোর্সে আমরা এই প্রশ্নগুলো খুঁজে বের করব এবং ইফেক্টিভ টিমমেম্বার হয়ে উঠতে আপনি যে রোডম্যাপ অনুসরণ করতে পারেন, সেটি উপস্থাপন করব।
মানুষের সাথে সংযোগ স্থাপন করার ক্ষমতা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। ব্যবসা হোক বা সামাজিক জীবন, মানুষের সাথে সংযোগ স্থাপন হলো এমন একটি দক্ষতা, যা আপনি শিখতে এবং অর্জনে পারদর্শী হতে পারেন। এই কোর্সটি আপনাকে একটি শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার কৌশল শেখাবে। নিজের লক্ষ্য অর্জনে সহায়ক সম্পর্ক গড়ে তোলার জন্য কীভাবে একটি বিস্তৃত কিন্তু কার্যকর নেটওয়ার্ক তৈরি করবেন এবং সেই সম্পর্কগুলো জাগিয়ে রেখে সবার সফলতা নিশ্চিত করবেন, তা-ই শিখবেন এই কোর্সে।
ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইআই কীভাবে আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আরও সফল ও সুখী করতে পারে তা জানতে চান? এই কোর্সটি আপনাকে সেই বিষয়েই সাহায্য করবে। আবেগকে চিহ্নিত করা, বোঝা ও পরিচালনা করার দক্ষতা বিকাশের কৌশল শিখুন এবং নিজের সাথে ও অন্যদের সাথে আরও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন।